ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের স্ত্রী ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। বুধবার (০৮ এপ্রিল) সকালে দক্ষিণ গোড়ানের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তারা প্রচারণা শুরু করেন।

বিতরণ করেন লিফলেট।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর মহিলাদলের যুগ্ম-সম্পাদক হাবিবা চৌধুরী বীথি, সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফার চৌধুরী নিলু, তাঁতীদলের ভাইস-প্রেসিডেন্ট জাহাঙ্গীল আলম মিন্টু প্রমুখ।

প্রথমে তারা ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাবেন। পরে তারা ১ ও ২ নম্বর ওয়ার্ডেও প্রচারণা চালাবেন। এছাড়া বিকেলে প্রচারণা চালাবেন মতিঝিল, পল্টন ও শান্তিনগর এলাকায়।

আফরোজা আব্বাস বলেন, যেসব নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালাবেন তাদের নামে অনেক মামলা। নেতাকর্মীদের জামিনের চেষ্টা কর‍া হচ্ছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে যেন নির্বাচনী প্রচারণার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়। কেবল সরকার দলীয় নেতারাই নির্বাচনী প্রচারণার পরিবেশ পেলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ কমে যাবে।

জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আব্বাস নিজেও নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫ আপডেট সময়: ১১০৬ ঘণ্টা.
এমএম/জেডএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।