ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান খালেদা এ টি এম শামসুজ্জামান

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামান।

বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



‘সেই তবে বাড়ি ফিরলি, তবে কেন এতো মানুষ পোড়ালি’ শীর্ষক এ আলোচনা সভায় এ টি এম শামসুজ্জামান বলেন, খালেদা জিয়া বলেছিলেন, তিনি নাকি আপোষহীন নেত্রী। আসলে জিয়াউর রহমান যেমন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিলেন, খালেদাও তাই চান।

অবরোধের এই কয়দিনে ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনেক সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া হেরে গেলে আর আপোষহীন নেত্রী থাকবেন না, পাপোষ নেত্রী হয়ে যাবেন। নির্বাচন হলে টের পাবেন।

যৌক্তিক পরিণতিতেই খালেদা জিয়া বাসায় ফিরেছেন বলে মন্তব্য করে এ টি এম শামসুজ্জামান বলেন, সাধারণ মানুষ তাদের কথা শোনেন না, তাদের অযৌক্তিক ও সহিংস আন্দোলন মানেন না, তাই তিনি বাড়ি ফিরেছেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, কবি রবীন্দ্র গোপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
ইউএম/আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।