ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

প্রজন্মের শহর গড়ার ঘোষণায় মাহীর প্রচারণা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
প্রজন্মের শহর গড়ার ঘোষণায় মাহীর প্রচারণা শুরু মাহী বি. চৌধুরী

ঢাকা: নতুন প্রজন্মের শহর গড়ার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন মাহী।



তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনকে নিরাপদ, গতিশীল এবং আলোকিত রূপে উপহার দিতে চান তিনি। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, তারা বিভক্তি চায় না, ঐক্য চায়। তারা আবেগ নয়, কর্মকাণ্ড চায়।

২০ দলের পক্ষে নির্বাচন করতে চেয়েছিলেন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ছেলেবেলা থেকেই জাতীয়তাবাদী আদর্শের ধারায় বেড়ে উঠেছি। তাই এ আদর্শে বিশ্বাসীদের সহযোগিতা চাই। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার হওয়ায় তার কাছেও ভোট চাইতে যাবেন বলে জানান তিনি।  

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের প্রশ্নে কোনো বিভক্তি দেখতে চান না বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
একে/এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।