ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৯২ দিনের আন্দোলনের ফসল হিসেবে ‘ঘোড়ার ডিম’ নিয়ে ঘরে বসে রয়েছেন বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে চেয়েছিলেন খালেদা। কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি। রাজনৈতিক কোমায় রয়েছেন তিনি। ৯২ দিন তিনি আন্দোলন করে ঘোড়ার ডিম অর্জন করেছেন। আর এখন চুপিসারে সেই ঘোড়ার ডিম নিয়ে বসে রয়েছেন বাসায়।
খালেদাকে বর্তমান সময়ের ঘসেটি বেগম উল্লেখ করে শাজাহান খান বলেন, পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রের নেত্রী ছিলেন ঘসেটি বেগম। আর এখন বঙ্গবন্ধুর হত্যাকারী ও জামায়াতের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন খালেদা। ঘসেটি বেগমের কবর বাংলার মাটিতে হয়নি। আর খালেদার শেষ পরিণতির জন্য অপেক্ষা করছে বাঙালি।
সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে খালেদা কোন মুখে মাঠে নামবেন- এমন প্রশ্ন করেন নৌমন্ত্রী। তিনি বলেন, জামায়াত বিএনপিকে রুখতে হলে মাঠে নামতে হবে। বন্ধ করতে হবে তাদের সন্ত্রাস।
এ সময় মির্জা আব্বাস পরিবহন খাতের চাঁদাবাজ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি এ টি এম শামসুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
ইউএম/এসএন/এএ