ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়তে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে সমর্থন দিয়েছে ‘ঢাকা নাগরিক সমাজ’।
বুধবার (০৮ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে আহবায়ক করে পেশাজীবীদের নিয়ে ২৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে এ ঘোষণা দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস, সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপিকা পান্না কায়সার, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, ফকির আলমগীর প্রমুখ।
সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস বলেন, মুক্তিযুদ্ধের হাজারো স্মৃতিসহ চারশ’ বছরের পুরোনো এই ঢাকা নগরীর দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের হাতে তুলে দেওয়া যাবে না। আমরা এ নগরীর দায়িত্ব কোনো সন্ত্রাসীর হাতে ছেড়ে দিতে পারি না।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবেন, আমরা তাদের পাশে থাকবো।
অধ্যাপিকা পান্না কায়সার বলেন, যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, স্বাধীনের এতো বছর পরও সে আশা পূরণ হয়নি। আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের বিজয় অর্জন করতে হবে। স্বাধীনতাবিরোধীরা দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রীও হয়েছেন। সে সুযোগ আর দেওয়া যাবে না। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এ দুই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
কবি, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যের তালিকায় ড. কাজী খলীকুজ্জামান, বিচারপতি মেজবাউদ্দিন আহমেদ, রামেন্দু মজুমদার, প্রফেসর ডা. রুহুল হক, ডা. কামরুল হাসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সাংবাদিক আবেদ খান, শাহরিয়ার কবির, ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এজেডকে/জেডএস/এএসআর