ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বিশ্বমানের নগরী গড়ার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
বিশ্বমানের নগরী গড়ার প্রতিশ্রুতি সাঈদ খোকনের ছবি : শাকিল/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ঢাকাকে বিশ্বামানের নগরী হিসেবে গড়ে তুলতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।



সাঈদ খোকন বলেন, মেয়র হলে আমার প্রথম কাজ হবে ঢাকাকে বাসযোগ্য করা। এরপরই আমি ঢাকাকে বিশ্বামানের নগরী হিসেবে গড়ে তুলবো। বিশ্বের সব সিটি নাগরিকরা যেসব সেবা পান, ঢাকাবাসীকেও সেসব সেবা দেবো।

‘সরকার সমর্থিত মেয়র প্রার্থী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রটোকলে প্রচারণা চালাচ্ছেন, আমাদের বঞ্চিত করা হচ্ছে’- বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের এ অভিযোগের জবাবে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আমি শ্রদ্ধাশীল। কাউকে ছোট করে দেখি না। তারা কোনো ধারণা করলে সেটা অমূলক।

আব্বাসকে মুক্তি না দিলে সমপরিবেশ হবে কি না? এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, এটা আইন-আদালতের বিষয়। প্রার্থী হিসেবে আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।

সাংবাদিকদের উদ্দেশ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। জাতি হিসেবে আমাদের যেসব অর্জন, সবগুলোর পেছনে সাংবাদিকদের অবদান রয়েছে। আমরা যে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ, সেটা গণতান্ত্রিক শক্তির সঙ্গে অপশক্তির লড়াই। এই যুদ্ধে আপনাদের (সাংবাদিক) সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এখানে (জাতীয় প্রেসক্লাব) আমার হয়তো প্রথম আগমন। কিন্তু শেষ আগমন বলে আমি মনে করি না। আমার প্রয়াত বাবা মেয়র হানিফ আপনাদের জন্যে জীবন উৎসর্গ করেছেন। আমিও আপনাদের সবার জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। আপনাদের (সাংবাদিক) সবার সুখে-দুঃখে পাশে থাকবো। আমাকে ভোট দেবেন। দোয়া করবেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচরণবিধির প্রতি যত্নবান। সব বিধি অনুযায়ী প্রচার চালাতে সর্বাত্মক চেষ্টা করবো।

নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, সবাই তো আশাবাদী। আশা নিয়েই থাকে। এই আশা পূরণ করবে জনগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক, সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য সুজিত রায় নন্দি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, আব্দুল জলিল ভূইয়া, কুদ্দুস আফ্রাদ, শাহেদ চৌধুরী, ওমর ফারুক, শাবান মাহমুদ প্রমুখ।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসকে/এসইউজে/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।