ঢাকা: ইসলামের নামে সন্ত্রাস বন্ধ করতে হবে। তা না হলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
বুধবার (০৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এসব কথা বলেন।
আইপিইউ সম্মেলনে ডেপুটি স্পিকারের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সম্মেলন থেকে ফিরে এসে করা এই সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্য আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও সংসদ সচিব আশরাফুল মকবুল উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, ইসলামী দেশগুলোর সংসদ সদস্যরা সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ হলে সন্ত্রাস দমন সহজ হবে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সদ্য সমাপ্ত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ইসলামের নামে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করতে হবে। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো সমর্থন করেনা। সকল প্রকার সন্ত্রাস বন্ধে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়াসহ বিভিন্ন দেশে ইসলামের নামে উগ্রপন্থী সন্ত্রাসীরা নারী ও শিশুদের উপর যে নারকীয় হামলা চালাচ্ছে সেটা নিন্দনীয় অপরাধ। এ সকল সন্ত্রাস বন্ধে সকল ইসলামী রাষ্ট্রসমূহের সংসদ সদস্যদের এগিয়ে আসতে হবে। এ ধরনের সন্ত্রাসের বিপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে।
আবুল কালাম আজাদ বলেন, আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস-পেট্রোল বোমা হামলা ও পুড়িয়ে মানুষ হত্যার বিষয়টি এসেছে। সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের এমপিরা এ ধরণের ঘটনার নিন্দা জানিয়েছেন।
নূরুল ইসলাম মিলন বলেন, বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে আইপিইউ সম্মেলনে নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উপস্থিত সকলেই বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আইপিইউ এর কো-অর্ডিনেটিং কমিটি অব উইমেন পার্লামেন্টারিয়ানে সংসদ সদস্য বেগম ওয়াসেকা আয়েশা খান ও স্ট্যান্ডিং কমিটি অন পিছ এ্যান্ড সিকিউরিটির সদস্য পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। গত ২৮ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসএম/আরআই