ঢাকা: ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের (ডিএসসিসি) মেয়র প্রার্থী ড. রেজাউল করিম চৌধুরীকে সমর্থন দিয়েছে সম্মিলিত নাগরিক কমিটি।
বুধবার (০৮ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ সমর্থন দেওয়া হয়।
সম্মিলিত নাগরিক কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি সিকদার মকবুল হকের নাম রয়েছে। কমিটি মনে করে, বড় মার্কা ও বড় দলের বাইরে সাধারণ মানুষের ‘ফ্রিডম অব চয়েজ’ থাকা দরকার। কারণ, দলীয় সমর্থনে দল ও দলের প্রধানের কাছে প্রার্থীকে অনুগত থাকতে হয়।
স্থানীয় নির্বাচনে সাধারণ মানুষের কাছে জবাবদিহিতার প্রয়োজনে সম্মিলিত নাগরিক কমিটি সাধারণ মানুষের অংশীদারিত্ব চায়। এরই ধারাবাহিকতায় এ কমিটি ড. ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছে।
এর আগে রেজাউল করিম চৌধুরী জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এজেডকে/একে/এটি/জেডএস