ঢাকা: যারা মানুষ হত্যা ও ধ্বংসাত্মক রাজনীতির সঙ্গে জড়িত তাদের নগরবাসী সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এ সময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জঙ্গিনেতা ও উত্তরের মেয়র প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে জঙ্গিদের পরামর্শদাতা বলেও মন্তব্য করেন।
বুধবার (০৮ এপ্রিল’২০১৫) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
হাছান মাহমুদ বলেন, বিএনপি উত্তরের জন্য জঙ্গিদের অর্থায়নকারী আব্দুল আওয়াল মিন্টুকে সমর্থন দিতে চেয়েছিলো। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এখন শুনছি তারা জঙ্গিদের পরামর্শদাতা মাহী বি চৌধুরীকে সমর্থন দেবে। আর দক্ষিণে তাদের (বিএনপি) সমর্থন দেওয়া মির্জা আব্বাসতো একজন জঙ্গিনেতা। কিন্তু যারা মানুষ হত্যা আর ধ্বংসাত্মক রাজনীতি করে নগরবাসী তাদের সমর্থন দেবে না।
তিনি বলেন, খালেদা জিয়া সিটি নির্বাচনে প্রচারণায় অংশ নেবেন বলে শুনেছি। তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াবেন আর আমাদের মন্ত্রিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না- এটা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ নিতে বিএনপির সন্ত্রাসীদের আগাম জামিনের চেষ্টা করছেন খন্দকার মাহবুব হোসেন। আদালতকে প্রভাবিত করার তার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান নির্বাচনকে প্রভাবিত করতে চাইছেন। নির্বাচনকে
প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরাও কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে চাই না।
হরতাল একটি গণতান্ত্রিক আন্দোলনের হাতিয়ার। যা জামায়াতে ইসলামী এখন আদালতের বিরুদ্ধে ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির হোসেন, হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
একে/এজেডকে/আরএম/এনএস/