ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে শিবির সন্দেহে দুই যুবককে ছাত্রলীগের মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
রাজশাহীতে শিবির সন্দেহে দুই যুবককে ছাত্রলীগের মারধর

রাজশাহী: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় ছাত্র শিবিরের কর্মী সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত করেছে  ছাত্রলীগ।

বুধবার (০৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।



আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আহতরা হলেন-নওগাঁর তামাশপুর এলাকার মিজানুর রহমান (২৩) ও মহানগরীর দরগাপাড়া এলাকার মনির হোসেন (২০)।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে কাদিরগঞ্জ এলাকায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি জামায়াত নেতা কামারুজ্জামানের মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।

এ সময় ওই এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় তারা মিজানুর রহমান ও মনির হোসেন নামে দুইজনকে শিবির সন্দেহে বেধড়ক পেটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে মিজানুর রহমানের মাথায় গুরুতর জখম রয়েছে। তবে আটককৃতরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত কী-না বর্তমানে পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানান ওসি আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসএস/এসএন/আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।