খুলনা: ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)।
এদিন বিকেল সাড়ে ৩টায় মহানগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডল।
সংগঠনের খুলনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী নাজমুছ সাকিব প্রদীপের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক।
এরপর শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
মাহবুবুর রহমান মুন্না/এসএন/এইচএ/