ঢাকা: দলের নাটোর জেলা শাখার সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নওশের আলী বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বাণীতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।
শোকবাণীতে খালেদা জিয়া বলেন, নওশের আলী বাদশার মৃত্যুতে তার নিজ এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম নওশের আলী বাদশা নিজ রাজনৈতিক আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি, রাজনীতিতে সক্রিয় হয়ে দলের সকল কার্যক্রমে নিজেকে যুক্ত রাখেন বহু ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতার মধ্যেও।
বিএনপি চেয়ারপারসন বলেন, তার মৃত্যুতে কেবল নাটোরবাসীই নয়, পুরো দেশ একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদকে হারালো, যার শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।
বাণীতে নওশের আলী বাদশার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা জিয়া।
বুধবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান নওশের আলী বাদশা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এইচএ/