ঢাকা: ছাত্রদলের তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকিরকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ধরে নিয়ে গেছে অভিযোগ করে অবিলম্বে তার সন্ধান দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু।
বুধবার (৮ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে বরকত উল্লাহ বুলু বলেন, সরকার গণতান্ত্রিক আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর কারণে বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে।
সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের পাশাপাশি গুমও করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, মঙ্গলবার রাতে ছাত্রদলের তেজগাঁও কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকিরকে সাদা পোশাক-ধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তাকে গ্রেফতারের কথা স্বীকার করা হয়নি।
বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের পথ থেকে সরকার পিছপা না হলে দেশ আরও চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে।
বিএনপির এ যুগ্ম-মহাসচিব অবিলম্বে ছাত্রদল নেতা জাকিরের সন্ধান দাবি করে তার পরিবারকে উদ্বেগ-উৎকণ্ঠার হাত থেকে রক্ষা করার জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এইচএ/