ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
জাপার ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি

ঢাকা: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাককে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
বুধবার (৮ এপ্রিল) তাদের দল থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


 
দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই দুই নেতাকে সকল পদ ও দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হযেছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।
 
দলীয় সূত্র ‍জানিয়েছে, জাতীয় পার্টি সমর্থিত উত্তরের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের পক্ষে কাজ করছিলেন। এ কারণে তাদের দল থেকে অব্যহতি দেওয়া হয়। আরও অনেকে এই তালিকায় রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা,  এপ্রিল ৮, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।