ঢাকা: কওমী মাদ্রাসা পদ্ধতি ভয়াবহ বিপজ্জনক’ অর্থমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মন্ত্রী পরিষদ থেকে তার অপসারণের দাবি করেছে হেফাজতে ইসলাম।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা জুনাইদ বাবু নগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, আমরা অত্যন্ত ক্ষোভ ও দু:খের সঙ্গে কওমী মাদ্রাসা সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন জঘন্য উক্তি ও মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দাবি করছি মন্ত্রী পরিষদ থেকে তার অপসারণ।
বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ৮,২০১৫
এলকে/কেজেড