ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে ধন্যবাদ জানালেন রবার্ট গিবসন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
খালেদাকে ধন্যবাদ জানালেন রবার্ট গিবসন

ঢাকা: রাজনৈতিক অস্থিরতা কমাতে নিজ বাসায় প্রত্যাবর্তন করায় বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।  

বুধবার (০৮ এপ্রিল) বিকেলে খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে তিনি এ ধন্যবাদ জানান।



আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির সমর্থন দেওয়ার মাধ্যমে নির্বাচন মণ্ডলীকে প্রকৃত গণতান্ত্রিক সুযোগ করে দেওয়ার ঘটনাকে তিনি স্বাগত জানান গিবসন। নির্বাচনী প্রচারণা সহিংসতামুক্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া সুষ্ঠু ভাবে সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনে কমিশন যথাযথ ভুমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার, সিটি করপোরেশনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথ‍া হয়েছে।

** খালেদার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক চলছে

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।