ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জনসংযোগ শুরু করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে প্রায় অর্ধশত আইনজীবী এ জনসংযোগে অংশ নেন।
এ সময় তারা মির্জা আব্বাসের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আব্দুল্লাহ মাহমুদ হাসান, ইকবাল হোসেনসহ প্রায় অর্ধশতাধিক আইনজীবীর একটি দল পুরান ঢাকার জজকোর্ট এলাকা থেকে শুরু করে বাহাদুরশাহ পার্ক, রায়সাহেব বাজার ও রথখোলা এলাকায় জনসংযোগ চালান।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাংলানিউজকে জানান, মির্জা আব্বাসের নামে মামলা থাকায় তিনি প্রচারণা চালাতে না পারায় তার পক্ষে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমআই/টিআই/এএ