ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
বুধবার (৮ এপ্রিল) রাতে এ সিটি কর্পোরেশনের মোট ৩৬টি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর এবং তিনটি করে ওয়ার্ডে একজন করে মোট ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর এ তালিকা প্রকাশ করে দলটি।
আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং আনিসুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা হলেন- ওয়ার্ড নং ১- মো. আফছার উদ্দিন খান, ওয়ার্ড নং ২- মো. কদম আলী মাদবর, ওয়ার্ড নং ৩- কাজী জহিরুল ইসলাম মানিক, ওয়ার্ড নং ৪- জামাল মোস্তফা, ওয়ার্ড নং ৫- আব্দুর রউফ (নান্নু), ওয়ার্ড নং ৬- আতিকুল ইসলাম আতিক, ওয়ার্ড নং ৭- মো. মোবাশ্বের চৌধুরী, ওয়ার্ড নং ৮- কাজী টিপু সুলতান, ওয়ার্ড নং-৯ লুৎফর রহমান, ওয়ার্ড নং ১০- মো. আবু তাহের, ওয়ার্ড নং ১১- ওয়াহেদুর রহমান বাবুল, ওয়ার্ড নং ১২- শিরিন রোকসানা, ওয়ার্ড নং ১৩- নাজমুল আলম জুয়েল, ওয়ার্ড নং ১৪- মো. রেজাউল হক ভুঁইয়া, ওয়ার্ড নং ১৫- হাজী মো. আজমত দেওয়ান, ওয়ার্ড নং ১৬- মাহমুদা বেগম, ওয়ার্ড নং ১৭- ডা. জিন্নাত আলী, ওয়ার্ড নং ১৮- জাকির হোসেন বাবুল, ওয়ার্ড নং ১৯- মফিজুর রহমান মুক্তিযোদ্ধা, ওয়ার্ড নং ২০- হাজী মোহাম্মদ আসলাম, ওয়ার্ড নং ২১- মো. ওসমান গণি, ওয়ার্ড নং ২২- হাজী মো. লিয়াকত আলী, ওয়ার্ড নং ২৩- ফয়সাল বাশার (ফুয়াদ), ওয়ার্ড নং ২৪- শফি উল্লাহ শফি, ওয়ার্ড নং ২৫- শেখ মুজিবুর রহমান, ওয়ার্ড নং ২৬- মো. শামীম হাসান, ওয়ার্ড নং ২৭- ফরিদুর রহমান খান ইরান, ওয়ার্ড নং ২৮- ফোরকান হোসেন, ওয়ার্ড নং ২৯- সলিমুল্লাহ (সলু), ওয়ার্ড নং ৩০- আরিফুর রহমান তুহিন, ওয়ার্ড নং ৩১- মো. ইমতিয়াজ খান বাবুল, ওয়ার্ড নং ৩২- হাবিবুর রহমান মিজান, ওয়ার্ড নং ৩৩- শেখ বজলুর রহমান, ওয়ার্ড নং ৩৪- আবু তাহের খান, ওয়ার্ড নং ৩৫- মো. মোক্তার সরদার এবং ওয়ার্ড নং ৩৬- এ তৈমুর রেজা খোকন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন- ওয়ার্ড নং ১, ১৭ ও ১৮- শাহনাজ পারভীন মিতু, ওয়ার্ড নং ৪, ১৫, ও ১৬- নাসিমা হক, ওয়ার্ড নং ২, ৩ ও ৫- সালমা কামাল, ওয়ার্ড নং ৬, ৭ ও ৮- রাশিদা আক্তার ঝর্ণা, ওয়ার্ড নং ৯, ১০ ও ১১- রাজিয়া সুলতানা ইতি, ওয়ার্ড নং ১২, ১৩ ও ১৪- শামসুন নাহার লাভলী, ওয়ার্ড নং ১৯, ২০ ও ২১- খালেদা বাহার বিউটি, ওয়ার্ড নং ২২, ২৩ ও ৩৬- মোসা. ফজিলাতুন্নেছা লাকী, ওয়ার্ড নং ২৪, ২৫ ও ৩৫- নাজমুন নাহার হেলেন, ওয়ার্ড নং ২৬, ২৭ ও ২৮- শামীমা রহমান, ওয়ার্ড নং ২৯, ৩০ ও ৩২- সৈয়দা রোজিনা আক্তার এবং ওয়ার্ড নং ৩১, ৩৩ ও ৩৪- এ সারওয়ার ডেইজী।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ক্ষমতাসীন দলের সমর্থন নিয়ে মেয়র পদে লড়ছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসইউজে/এইচএ