ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৮ এপ্রিল) বিকেলে তাদের নিজ গ্রাম থেকে আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার ঈশ্বরবা গ্রামের আহম্মেদ আলীর ছেলে ও পৌর ছাত্র শিবিরের সভাপতি আরিফ এবং কমলাপুর গ্রামের মোবাশ্বেরের ছেলে হোসেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নাশকতা প্রস্তুতির খবর পেয়ে আরিফকে আটক করা হয়।
আটক হোসেনের বিরুদ্ধে রাস্তার গাছ কাটা এবং পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসআর