ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারি দলের তৎপরতা সিটি নির্বাচনে আস্থা বিনষ্ট করছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
সরকারি দলের তৎপরতা সিটি নির্বাচনে আস্থা বিনষ্ট করছে আ স ম আবদুর রব

ঢাকা: যে কোনোভাবে সিটি করপোরেশন নির্বাচনে জিততে হবে বলে সরকারি দলের ঘোষণা নির্বাচনের ওপর জনগণের আস্থা বিনষ্ট করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, এ ঘোষণা জেনে ভোটার জনগণ অর্থাৎ নগরবাসী স্তম্ভিত ও শঙ্কিত।

সরকারদলীয় এ ঘোষণায় নির্বাচনে প্রভাব পড়বে।

বুধবার (০৮ এপ্রিল) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি ও সহযোগী-সমমনা সংগঠনগুলোর এক যৌথপ্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, নির্বাচন কমিশন এ ঘোষণার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায়, পুরো কমিশনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা এম এ গোফরান, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, শেখ রশিদ মাহমুদ, কামাল উদ্দিন পাটোয়ারী, আবদুর রাজ্জাক রাজা, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় যুব পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম রানা চৌধুরী, সামাজিক-রাজনৈতিক আন্দোলনের শিকদার মো. নিজাম, প্রগতিশীল গনতান্ত্রিক জোটের মাহিন উদ্দিন চৌধুরী বিপ্লব, আদর্শ যুবসমাজের এম এম মাসুদ, সামাজিক শক্তির হাবিবুল্লা, যব সামাজিক আন্দোলনের আলমগীর আজাদ, অদলীয় ছাত্রলীগের আমান উল্যাহ অয়ন প্রমুখ।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবদুল খালেক ও ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ফিরোজ আলম মিলনের প্রতি সমর্থন ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।