ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খিলগাঁওয়ে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
খিলগাঁওয়ে যুবলীগ নেতা গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠ সংলগ্ন রাস্তায় মো. আরিফ (২৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (০৮ এপ্রিল) রাতে খিলগাঁও জোড়পুকুর মাঠ সংলগ্ন গ্রিন ক্যাসেল চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ আরিফ বাংলানিউজকে জানান, সে খিলগাঁও গোড়ান ২নং ওয়ার্ড যুবলীগের জয়েন সেক্রেটারি। বুধবার রাতে তাকে গুলি করা হয়।

তিনি অভিযোগ করেন, স্থানীয় শুভ, মিঠু, আরিফ, ইমরানসহ ৪/৫ জন যুবক মোটরসাইকেলযোগে এসে তাকে গুলি করে। পাজরে ও পায়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

জানা যায়, মো. আরিফের বাবার নাম মো. মঞ্জিল। তাদের বাসা খিলগাঁও গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূইয়া বাংলানিউজকে বলেন, ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।