ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা দক্ষিণে আ.লীগের কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
ঢাকা দক্ষিণে আ.লীগের কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কউন্সিলর প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে এ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং ১৯ সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নামের এ তালিকা প্রকাশ করা হয়।



মেয়র প্রার্থী সাইদ খোকনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ওয়ার্ড কাউন্সিলর পদে যারা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন, তারা হলেন-

ক্রমিক নং      ওয়ার্ড নং         প্রার্থীর নাম
১                        ১            ওয়াহিদুল হাসান মিল্টন
২                        ২            আনিসুর রহমান
৩                        ৩            মো. আফছার উদ্দিন
৪                        ৪            মাসুদ হাসান শামীম
৫                        ৫            আসরাফুজ্জামান ফরিদ
৬                        ৬            বি এম সিরাজুল ইসলাম
৭                        ৭            আঃ বাছিদ খান বাচ্চু
৮                         ৮            হাজী মো. সুলতান মিয়া
৯                         ৯            একেএম মমিনুল ইসলাম সাঈদ
১০                       ১০            মারুফ আহমেদ মনুসর
১১                       ১১            মো. কামরুজ্জামান বাবলু
১২                       ১২            গোলাম আশরাফ তালুকদার
১৩                       ১৩            মোস্তফা জামান পপি
১৪                       ১৪            মোহাম্মদ সেলিম

ইলিয়াসুর রহমান (বাবুল)    উন্মুক্ত

১৫            ১৫            জাকির হোসেন স্বপন
১৬            ১৬            মো. হোসেন হায়দার হিরু
১৭            ১৭            সালাউদ্দিন আহমেদ ঢালী
১৮            ১৮            জসীম উদ্দিন আহমেদ
১৯            ১৯            মুন্সি কামরুজ্জামান কাজল
২০            ২০            ফরিদ উদ্দিন আহমেদ রতন
২১            ২১            অ্যাড. এম এ হামিদ খান
২২            ২২            ফ. ক. ম ইকবাল
আব্দুল মোহাইমেন
মো. মনিরুল হক বাবু
হাজী তারিকুল ইসলাম সজিব
মো. আবেদ আলী   (উন্মুক্ত)
২৩            ২৩            মো. হুমায়ুন কবির
২৪            ২৪            মোশাররফ হোসেন
২৫            ২৫            হাজী মো. দেলোয়ার হোসেন
২৬            ২৬            মো. ওসমান গণি
২৭            ২৭            মো. ওমর বিন আজিজ
২৮             ২৮        মোহাম্মদ ইউনুস সুমন
২৯            ২৯            জাহাঙ্গীর আলম বাবুল
৩০            ৩০        হাসান মাহমুদ পিল্লু
৩১            ৩১            শফিকুর রহমান জাহাঙ্গীর
৩২            ৩২            হাজী শফিক
৩৩            ৩৩        মো. ইলিয়াস রশিদ
৩৪           ৩৪        মো. আফজাল হোসেন সিদ্দিকী
৩৫           ৩৫        মো. গোলাম মোস্তফা
৩৬           ৩৬            রঞ্জন বিশ্বাস
৩৭           ৩৭        আব্দুর রহমান মিয়াজী
৩৮           ৩৮        আবু আহম্মেদ মান্নাফী
৩৯            ৩৯            ময়নুল হক মঞ্জু
৪০            ৪০        আসাদুজ্জামান আসাদ
৪১            ৪১            সরোয়ার হোসেন আলো
৪২           ৪২            ইয়ার মোহাম্মদ ইয়ারু
৪৩           ৪৩        হাজী মো. সাহিদ
৪৪          ৪৪        আলহাজ্ব সালেহ জামান সেলিম
৪৫          ৪৫        হাসান আসকরী
৪৬          ৪৬            মো. শহিদুজ্জামান মিনু
৪৭          ৪৭        মো. নাছির আহমেদ ভুঁইয়া
৪৮          ৪৮        আবুল কালাম অনু
৪৯           ৪৯            গাজী শামীম আহমেদ
৫০          ৫০        মো. সাইয়েম খন্দকার
৫১          ৫১            হাজী হাবিবুর রহমান হাবু
৫২          ৫২            মো. নাসিম
৫৩         ৫৩           হাজী নূর হোসেন
৫৪         ৫৪        আলমগীর হোসেন
৫৫         ৫৫        হাজী মো. নূরে আলম
৫৬         ৫৬            মোহাম্মদ হোসেন
৫৭         ৫৭        হাজী মো. সাইদুল ইসলাম

সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে যারা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন, তারা হলেন-

ক্রমিক নং    ওয়ার্ড নং            প্রার্থীর নাম
১                ওয়ার্ড নং-২, ৩, ৫          ফাতেমা ডলি
২                ওয়ার্ড নং-৫, ৬, ৭          মাহফুজা রীনা
৩                 ওয়ার্ড নং-৮, ৯, ১০        মিনু রহমান
৪                ওয়ার্ড নং-১, ১১, ১২       ফারজানা ডলি
৫                ওয়ার্ড নং-১৩, ১৯, ২০     সৈয়দা রোকসানা ইসলাম চামেলী
৬               ওয়ার্ড নং- ১৬, ১৭, ২১     নার্গিস মাহতাব
৭                ওয়ার্ড নং-১৪, ১৫, ১৮      শিরিন গফ্ফার
৮                ওয়ার্ড নং-২২, ২৩, ২৬     আয়শা মোকাররম
৯                ওয়ার্ড নং-২৪, ২৫, ২৯     আলেয়া পারভীন রঞ্জু
১০               ওয়ার্ড নং-২৭, ২৮, ৩০    আসমা আক্তার (রুমা)
১১               ওয়ার্ড নং-৩১, ৩২, ৩৩     রাশিদা আক্তার রুমা
১২              ওয়ার্ড নং-৩৫, ৩৬, ৩৭     হাজী জিন্নাতুল বাকিয়া
১৩              ওয়ার্ড নং-৩৪, ৩৮, ৪১      রাশিদা পারভীন মনি
১৪              ওয়ার্ড নং-৩৯, ৪০, ৪৯      লাভলী চৌধুরী
১৫              ওয়ার্ড নং-৪৮, ৫০, ৫১       নাজমা খোকন
১৬              ওয়ার্ড নং-৪২, ৪৩, ৪৪       নাছিমা আহমেদ
১৭              ওয়ার্ড নং-৪৫, ৪৬, ৪৭       হেলেন আক্তার
১৮              ওয়ার্ড নং-৫২, ৫৩, ৫৪       রেবেকা সুলতানা
১৯               ওয়ার্ড নং-৫৫, ৫৬, ৫৭      শিউলী হোসেন সরকার

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ০৮, ২০১৫
এসকে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।