ঢাকা: রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠ সংলগ্ন রাস্তায় মো. আরিফ (২৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (০৮ এপ্রিল) রাতে খিলগাঁও জোড়পুকুর মাঠ সংলগ্ন গ্রিন ক্যাসেল চাইনিজ রেস্টুরেন্টের সামনে তিনি গুলিবিদ্ধ হন।
রাত ১১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূইয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
এদিকে নিহত আরিফের নিকটতম আত্মীয় আজিজুল হক জানান, িআরিফ আমার সঙ্গে বিলবোর্ডের কাজ করেন। পাশাপাশি ইট বালুর ব্যবসাও করতেন তিনি।
আরিফের বাবার নাম মো. মঞ্জিল। তাদের বাসা খিলগাঁও গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকায় বলেও জানান আজিজুল।
** খিলগাঁওয়ে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫