ঢাকা: প্রার্থিতা প্রত্যাহারের প্রথম দিনেই ১ মেয়রসহ ৬ কাউন্সিলর প্রার্থী সরে দাঁড়ালেন সিটি নির্বাচন থেকে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে বৈধতা পাওয়া ইমতিয়াজ আলম নামে ওই মেয়র প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মো. নওয়াবুল ইসলাম এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন। ।
এদিকে উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও তিন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শুক্রবার চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
ইইউডি/এমজেএফ