ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

এক মেয়র ও ছয় কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
এক মেয়র ও ছয় কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঢাকা: প্রার্থিতা প্রত্যাহারের প্রথম দিনেই ১ মেয়রসহ ৬ কাউন্সিলর প্রার্থী সরে দাঁড়ালেন সিটি নির্বাচন থেকে।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে বৈধতা প‍াওয়া ইমতিয়াজ আলম নামে ওই মেয়র প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়াও দক্ষিণে ৩ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন বুধবার (০৮ এপ্রিল)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মো. ‍নওয়াবুল ইসলাম এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন। ।
 
এদিকে উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও তিন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নজরুল ইসলাম।
 
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শুক্রবার চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল।
 
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।