ঢাকা: বৃহস্পতিবার (৯ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা কারাগারে থাকায় তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন তার সহধর্মিনী।
দ্বিতীয় দিনের প্রচারণা দুইভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তাঁতীদলের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি জানান, প্রথম ধাপে সকাল ১০টায় শান্তিবাগ এলাকার এরশাদ স্কুলের সামনে থেকে প্রচারণা শুরু হবে। দ্বিতীয় ধাপে বিকেল ৩টায় কমলাপুর থেকে প্রচারণা শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
গুলবাগ, চামেলীবাগ, মালিবাগ, শান্তিনগর এলাকাগুলোতে প্রচারণা অভিযান চালাবেন আফরোজা আব্বাস। তার স্বামী মির্জা আব্বাসের পক্ষে ভোট পেতে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন, লিফলেট বিতরণ করবেন।
তাঁতীদলের নেতা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে জানান, আমাদের নেতা মির্জা আব্বাস কারাগারে থাকায় তার পক্ষে তার স্ত্রী নির্বাচনী প্রচারণা অভিযানে নেমেছেন। মির্জা আব্বাসকে জামিনে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি বের হতে পারলে স্বশরীরে নির্বাচনী প্রচারণায় নামবেন।
শুধু তিনিই নন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মীদের বিভিন্ন মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে। এ কারনে তারা নির্বাচনী প্রচারণায় আসতে পারছেন না বলেও জানান জাহাঙ্গীর আলম মিন্টু।
সরকার ও নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রেখে তিনি বলেন, দলের নেতা-কর্মীদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দিন। নির্বাচন কমিশন সবার প্রতি সমান দৃষ্টি রাখবে বলে আশা করি। অনেক নেতা-কর্মী গ্রেফতার আতঙ্কে বিভিন্ন স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এনএইচএফ/এমজেএফ