ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে আ.লীগ কর্মী হত্যার ঘটনায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
যশোরে আ.লীগ কর্মী হত্যার ঘটনায় আটক ২ ছবি: প্রতীকী

যশোর: যশোরে আওয়ামী লীগ কর্মী মঞ্জুরুল ইসলাম মঞ্জু হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

বুধবার (০৮ এপ্রিল) রাত ১২টার দিকে পুলিশ তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তারা বর্তমানে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।

আটক যুবকরা হলেন-যশোর সদর উপজেলার দায়তলা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে হাসান (৩৭) ও হামিদপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আফরুজ্জামান (৩৯)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ কর্মী মঞ্জু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে জনগণ তাদের গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে।

এর আগে, মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে শহরের আরএন রোড এলাকার খালদার রোড মোড়ে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ কর্মী মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি সদর উপজেলার হামিদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।