ঢাকা: রাজনৈতিক সহিংসতার মামলায় আটক বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর তিন মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে থানার ২ ও মিরপুর থানায় দায়ের করা ১ মামলায় জামিন আবেদনের ওপর শুনানি শেষে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন তিনটি নাকচ করে দেন।
বাংলানিউজকে নাকচের বিষয়টি নিশ্চিত করেন রিজভীর অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবা।
তিনে বলেন, চলমান সরকার বিরোধী আন্দোলনে গত জানুয়ারি মাসে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মোহাম্মদপুর ও মিরপুর থানায় মামলা তিনটি দায়ের করা হয়।
চলতি বছরের (৩১ জানুয়ারি) শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানী বারিধারার একটি বাসা থেকে রুহুল কবির রিজভীকে আটক করে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমআই/বিএস