ঢাকা: যত দিন যাচ্ছে সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা ততই গতি পাচ্ছে। নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভোটারদের মন জয় করতে ব্যস্ত মেয়র প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
আগামী শনিবার (১১ এপ্রিল’২০১৫) রাজধানীর জোয়ারসাহারা বাণিজ্যিক এলাকায় লোটাস কামাল টাওয়ারে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন আনিসুল হক।
ইশতেহারে থাকবে নগরবাসীর জন্য বিশেষ চমক এমনটিই জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা থেকে আনিসুল হক ও তার সমর্থকরা প্রচারণা শুরু করেন। মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেটের ব্যবসায়ীদের কাছে দোয়া চান আনিসুল হক।
এ সময় তার সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্ল্যাহ, আনিসুল হকের স্ত্রী রুবানা হক, চিত্রনায়িকা বাধন ও বিভিন্ন শ্রেণি পেশার লোক।
এসময় আনিসুল হক সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তরের সমস্যা চিহ্নিত করা হয়েছে। নগরীর যা সমস্যা রয়েছে, তা অন্য কারও নয়। অন্য কেউ এসে ঠিক করেও দেবে না। এ সমস্যা আমাদের। এর সমাধান করতেও আমাদেরই দাঁড়াতে হবে। আমি দাঁড়িয়েছি আপনাদের হয়ে, আপনাদের জন্য। আসছে ২৮ এপ্রিল মেয়র নির্বাচনে আপনার মতামত দিন।
তিনি আরও বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু নির্বাচনী মাঠে থাকলে আমার জন্য ভালো হতো। তিনি (মিন্টু) অনেক বড় নেতা তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা ভালো হতো। তার (মিন্টুর) ছেলে রয়েছে, তার সঙ্গে জমবে নির্বাচন।
নির্বাচনে এ মেয়র প্রার্থীর পছন্দের প্রতিক ‘ঘড়ি’। এখনও নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ না দেওয়া হলেও নিজের পছন্দের কথা জানান তিনি।
আনিসুল হক মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার হয়ে মানিক মিয়া এভিনিউতে যান। সেখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি সংক্ষিপ্ত সভাও তার করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএম/এসএন/এনএস