ঢাকা: জয় উপহার দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঋণ শোধ করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান আনিস।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে ইস্টার্ন কলেজের এক সভায় তিনি এ মন্তব্য করেন।
আনিসুর রহমান আনিস বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাকে আওয়ামী লীগ থেকে ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনীত করা হয়েছে। আমাকে সমর্থন দিতে জননেত্রী শেখ হাসিনাসহ যারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত, তাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে বতর্মান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম।
তিনি বলেন, নেত্রী (শেখ হাসিনা) আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে দিয়েছেন। আপনাদের সঙ্গে নিয়ে এখন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করে যাচ্ছি। এবার ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন দিয়েছেন। জয়ী হয়ে নেত্রীর ঋণ শোধ করতে চাই।
শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুর রহমান বলেন, আপনারা আমার পাশে থাকেন, সহযোগিতা করেন। নির্বাচিত হলে আমিও আপনাদের পাশে থাকবো। সুখে-দুঃখে আমাকে আপনারা পাশে পাবেন।
বুধবার (০৮ এপ্রিল) রাতে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সব ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। এতে ঢাকা দক্ষিণের ২ নং ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে সমর্থন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৫
এসইউজে/আরএম/জেডএস