গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের মেঝেতে রাত যাপন করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বুধবার (০৮ এপ্রিল) রাতে অর্ধশত নেতাকর্মীদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর মাজারে আসেন।
পরে, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এ সময় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।
সংশ্লিষ্টরা জানায়, দেশে শান্তির দাবিতে ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বুধবার রাতে তিনি অর্ধশত নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছান। রাতে স্ত্রী-সন্তানদের হোটেলে রেখে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের মেঝেতে রাতযাপন করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা সমাধিসৌধের বাইরে বিভিন্ন স্থানে মশারি টাঙিয়ে অবস্থান নেন।
পরে, বৃহস্পতিবার সকালে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় তার স্ত্রী নাসরিন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, বড় মেয়ে কুড়ি সিদ্দিকী, ছোট মেয়ে কুশি সিদ্দিকী, দলের যুগ্ম- সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আব্দুস সালামসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমজেড