ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নিজে এসে প্রার্থিতা প্রত্যাহার করলেন কবরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
নিজে এসে প্রার্থিতা প্রত্যাহার করলেন কবরী সারা বেগম কবরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারা বেগম কবরী।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে উপস্থিত হয়ে কবরী তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।



এরআগে এদিন ঢাকা উত্তর থেকে মুস্তফা কালাম আজাদী নামে আরও এক মেয়রপ্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নজরুল ইসালম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা উত্তরের সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করছেন ববি হাজ্জাজ। ‘স্বপ্নের ঢাকা’ ব্যানারে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার বিকেলে বনানী চেয়ারম্যান বাড়িতে নির্বাচনকালীন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এ তথ্য জানান।

তার ছোট ভাই নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে গেছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান ববি।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি। তার আরেকটি পরিচয় - তিনি দেশের বিতর্কিত 'ধনকুবের' মুসা বিন শমসেরের ছেলে। দলনেতা এরশাদের সমর্থন পাবেন বলে এর আগে নিজের আশার কথা জানিয়েছিলেন ববি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।