ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছার গড়বাজাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বের করে দিয়ে শ্রেণিকক্ষে তালা দিয়েছে জামায়াত-বিএনপির ক্যাডাররা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু সালেহ মো. মূসা।
বুধবার (৮ এপ্রিল) এ ঘটনার পর মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. উম্মে আফসারী জহুরা বিদ্যালয় পরিদর্শনও করেন।
আবু সালেহ মুসা জানান, বুধবার দুপুরে ফজুল মেম্বারের নেতৃত্বে জামায়াত-বিএনপির ক্যাডাররা বিদ্যালয়ে এসে শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের গালাগাল শুরু করে। এক পর্যায়ে তারা বিদ্যালয়ে ঢুকে জিনিসপত্র তছনছ করতে থাকে। পরে অফিস কক্ষ থেকে শিক্ষক ও শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়।
এ সময় তারা বেশ কয়েকজন শিক্ষককে মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।
কোমলমতি শিক্ষার্থীরা দীর্ঘ সময় বিদ্যালয়ের মাঠে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে বাড়ি চলে যায়। বিষয়টি শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে জানালে পরিচালনা পর্ষদ প্রশাসনের ঊর্ধ্বতন মহলকে জানায়।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় ফজুল বাহিনী দীর্ঘদিন থেকেই এলাকায় গরু চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। এ বাহিনীর ভয়ে এলাকার লোকজন সব সময় তটস্থ থাকে। কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।
বাহিনীর প্রধান ফজুল মেম্বার, মোশাররফ, খোঁড়া হেলাল, মতিন কবিরাজ, চোরা রফিকুলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি পোড়ানো, নাশকতা, গরুচুরিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তবে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা ফজুল বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে তালা লাগানোর কোনো খবর তিনি জানেন না।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজমুল হক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. উম্মে আফসারী জহুরা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এম.আব্দুল্লাহ আল মামুন খান/এসএন/এএ