ঢাকা: প্রধানমন্ত্রীর নির্দেশেই সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে সাংবাদিকদের জানালেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারা বেগম কবরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে উপস্থিত হয়ে কবরী তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় কবরী বলেন, প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা ও জ্ঞান থেকে আমাকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলেছেন। তবে আমি অনেক শক্তিশালী প্রার্থী ছিলাম। অপ্রত্যাশিতভাবে অনেক কিছুই দেখলাম।
‘রাজনীতিতে ডিসিপ্লিনের দরকার হয়, এ ডিসিপ্লিন রক্ষার স্বার্থেই আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি’ বলেও মন্তব্য করেন সারা বেগম কবরী।
সরে যেতে দলের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে কবরী বলেন, কোনো চাপ নয়, প্রধানমন্ত্রীর কথার প্রতি সম্মান দেখিয়েই এ সিদ্ধান্ত নিয়েছি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের পক্ষে কাজ করবেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগেরই মানুষ। তিনি (আনিসুল হক) তো এ দলের কেউ নন। তিনি যখন মনোনয়ন কিনলেন তখন আমাকে একবার বলতেও তো পারতেন। তিনি তো কিছু জানান না। এখন তার হয়ে কাজ করার জন্য প্রস্তাব পেলে আমি কাজে নামবো। আমি দলের মানুষ। সুতরাং এতে আমার কোনো আপত্তি নেই।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আইএ/
** নিজে এসে প্রার্থিতা প্রত্যাহার করলেন কবরী