ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

যেখানে যাচ্ছি সমর্থন পাচ্ছি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
যেখানে যাচ্ছি সমর্থন পাচ্ছি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: নির্বাচনী প্রচারণায় যেখানে যাচ্ছেন, জনগণের স্বতস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী অভিনেতা নাদের চৌধুরী।
 
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোড নিজ বাড়ির কাছ থেকেই নির্বাচনী প্রচারণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত এ প্রার্থী।


 
নাদের চৌধুরী বলেন, জনগণ আমাকে পছন্দ করে, করছে। পথসভাগুলো জনসভা হয়ে যাচ্ছে। এতেই আমি বুঝতে পারছি, ঢাকা উত্তরের মানুষ আমাকে মেয়র হিসেবে দেখতে চায়।
 
তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, আমি কাজে বিশ্বাসী। আমি যা বলবো, নির্বাচিত হলে তা করে প্রমাণ দেবো।
 
আসছে পহেলা বৈশাখের পর নাদের চৌধুরী তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। এ ইশতেহারে উত্তরের বাসিন্দাদের মনের কথা ও সম্ভাবনার কথা থাকবে বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএম/এসএস

** বুদ্ধিজীবীদের স্মরণে প্রচারণা শুরু করবেন নাদের চৌধুরী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।