বরিশাল: বরিশালের সাবেক সিটি মেয়র, সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, বরিশাল সিটি করপোরেশনসহ ওয়ার্ড নেতাকর্মীরা নগরীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
এর মধ্যে ছিল কোরআন পাঠ, মিলাদ মাহফিল, কবর জিয়ারত, কাঙ্গালি ভোজ ও কালো পতাকা উত্তলনসহ নানান কর্মসূচি।
কর্মসূচির কারণে গোটা বরিশাল শোকের নগরীতে পরিণত হয়। সকাল থেকেই লঞ্চঘাট, বাস স্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের অলিতে-গলিতে চলে কোরআন পাঠ।
সকাল ৯টায় নগরীর মুসলিম গোরস্থানে হিরনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবারের সদস্যরা। এরপর সহধর্মীনি ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস, সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, সংসদ সদস্য শেখ টিপু সুলতান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে সেখানে দোয়া মোনাজাত করা হয়।
শওকত হোসেনের হিরনে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ ব্যাক্তি মালিকানা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশার মানুষ।
এছাড়া মহানগর ছাত্রলীগ নগরীতে শোক র্যালি বের করে। অপরদিকে নগরীর ৩০টি ওয়ার্ডে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খতম, দোয়া মোনাজাতসহ কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
দুপুরে নগরীর দক্ষিণ আলেকান্দায় শওকত হোসেনের হিরনের নিজ বাড়িতেও এলাকায় আয়োজন করা হয় দোয়া-মিলাদ ও ভোজের।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএইচ