ঢাকা: নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পেছন থেকে বিভিন্ন দল সমর্থন করছে। এর চেয়ে ভালো হয় সরাসরি সমর্থন করার আইন যদি হয়।
বৃহস্পতিবার(৯ এপ্রিল’২০১৫)নির্বাচন কমিশনে (ইসি)নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, বড় দলগুলো নির্বাচনে ‘ইনভলব’ হয়েছে। যদিও আমাদের কাছে তারা আসেন না। তবে বাইরে থেকে বিভিন্ন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। আমার মতে এটা দলীয়ভাবে হলে খারাপ হয় না বরং ভালোই হয়।
তিনি আরও বলেন, পাশের দেশেই এই ধরনের স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে হচ্ছে। আমাদের আইনে নেই দলীয়ভাবে নির্বাচন করার। তবে প্রার্থীদের পেছন থেকে বিভিন্ন দল সমর্থন করছে। এর চেয়ে ভালো হয় যদি সরাসরি সমর্থন করার জন্য যদি আইন হয়।
সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসিকে আইন পরিবর্তন করার উদ্যোগ নেওয়ার জন্য বলেছেন।
ইসি উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যদি আইনগত নির্দেশনা হয় এবং তা যদি আমাদের কাছে আসে তখন বিষয়টা আমরা সেভাবেই দেখবো।
শাহ নেওয়াজ বলেন, নির্বাচনী আচরণ ভঙ্গকারীদের জরিমানা করা হচ্ছে। প্রায় প্রতিদিনই ম্যাজিস্ট্রেটরা জরিমানা করছেন। কাজেই আচরণ বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কথা মোটেই সত্য না। ভবিষতেও এ বিষয়ে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা অনেক বড় শহর। তাই ছোটখাটো অনেক পকেট থাকতে পারে, যেখানে আচরণবিধি ভঙ্গ হতে পারে। তবে আমারা কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নিচ্ছি। এ জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথভাবে নিয়োজিতও রয়েছেন। যতই দিন যেতে থাকবে ম্যাজিস্ট্রেট বাড়তে থাকবে এবং আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই কমিশনার বলেন, মন্ত্রিদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। এ ধরনের কার্যক্রম আমাদের দৃষ্টিগোচরও হয়নি। তবে নির্বাচনী কাজে মন্ত্রিদের অংশগ্রহণ সরাসরি আচরণবিধির লঙ্ঘন।
মাগুরা-১ আসনের উপনির্বাচনের বিষয়ে তিনি বলেন, সামনের সপ্তাহে এ নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এইচএসসি পরীক্ষা চলছে।
পরীক্ষার্থীদের যেন কম ক্ষতি হয়, এমন একটি সময় খুঁজে বের করার জন্য কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছে বলেও জানান কমিশনার শাহ নেওয়াজ।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
ইইউডি/টিআই/এনএস/