ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

অর্থমন্ত্রীর অপসারণ দাবি জমিয়তুল উলামার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
অর্থমন্ত্রীর অপসারণ দাবি জমিয়তুল উলামার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

ঢাকা: অর্থমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছেন ‘কওমি মাদ্রাসা ইজ টেরিবলি ডেঞ্জারাস’। তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, কওমি মাদ্রাসা দেশের জন্য বিপজ্জনক নয় বরং আশির্বাদ।

অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে জন্য তার মন্ত্রীত্ব বালিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর চৌধুরীপাড়ায় জামিয়া ইকরা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত এক আলেম সভায় ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

তিনি বলেন, উপমহাদেশে শান্তিপ্রতিষ্ঠার জন্যই ব্রিটিশ তাড়াও আন্দোলন করেছিল এ দেশের আলেম সমাজ। তাদের অবদান অনেক।

ফরীদ উদ্দীন মাসঊদ আরও বলেন, অর্থমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছেন ‘কওমি মাদ্রাসা ইজ টেরিবলি ডেঞ্জারাস’ আমরা আলেম সমাজ তার এ কথার প্রতিবাদ জানাচ্ছি। কওমি মাদ্রাসা দেশের জন্য বিপজ্জনক নয় বরং আশির্বাদ। দেশের উন্নতি, সমৃদ্ধি ও গঠনে কওমি মাদ্রাসা কাজ করে যাচ্ছে। সমাজের সবচেয়ে আদর্শ দেশপ্রেমিক ও নাগরিক তৈরি করছে কওমি মাদ্রাসা। এতো কিছুর পরও অর্থমন্ত্রী এ কথা বলতে পারেন না।

অবিলম্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্ত্রীত্ব বাতিল করার দাবি জানিয়ে তিনি বলেন, কওমি মাদ্রাসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অর্থমন্ত্রী ইসলামের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন। বিদেশি এজেন্ডা বাস্তবায়নের অপ্রচেষ্টায় লিপ্ত হয়েছেন তিনি। তাই সরকারের কাছে অবিলম্বে তার মন্ত্রীত্ব বাতিল করার আহ্বান জানাচ্ছি।

জমিয়তুল উলামার চেয়ারম্যান সরকারকে হুশিয়ার করে বলেন, অনতিবিলম্বে অর্থমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে, জাতির কাছে ক্ষমা না চাইলে, বাংলাদেশ জমিয়তুল উলামা তার পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।