ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ১৬, দক্ষিণে ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ১৬, দক্ষিণে ২০

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন উত্তরের মেয়র পদে তিন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ভোটে শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।


এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঢাকা দক্ষিণে মেয়র পদে চার প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন ২০ জন।



ঢাকা উত্তরে হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক। রয়েছেন মাহী বি চৌধুরী, তাবিথ আউয়াল ও গণসংহতি আন্দোলনের প্রধান সম্বনয়ক জোনায়েদ সাকি ও অভিনেতা নাদের চৌধুরী।

এছাড়া উত্তরে সাধারণ কাউন্সিলর পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৭ জন। আর সংরক্ষিত আসনে ৮৮ জন। আর প্রার্থিতা প্রত্যাহার করেছন তিন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ১৮২ জন এবং সংরক্ষিততে ৩৭ জন।

অন্যদিকে ঢাকা দক্ষিণে বিএনপির দুই প্রার্থীর সঙ্গে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন। যদিও বিএনপি দক্ষিণ সিটিতে মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় টিকে গেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. এসএম আসাদুজ্জামান রিপন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১৬ মেয়র প্রার্থী হলেন

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, তাবিথ আউয়াল, শামছুল আলম চৌধুরী, চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, আব্দুল্লাহ আল ক্কাফী, এ ওয়াই এম কামরুল হাসান, বাহাউদ্দিন আহমেদ, অভিনেতা নাদের চৌধুরী, কাজী শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, আনিসুজ্জামান খোকন, জামান ভূঞা, শেখ শহিদুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বনয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরী ও শেখ ফজলে বারী মাসউদ।

ঢাকা দক্ষিণে সিটি করপোরেশন নির্বাচনে ২০ মেয়র প্রার্থী হলেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. এসএম আসাদুজ্জামান রিপন, আক্তারুজ্জামান আয়াতুল্লাহ, আব্দুল খালেক, জাহিদুর রহমান, আবু নাসের নাসের হোসাইন, বাহারানে সুলতান বাহার, এএসএম আকরাম, শাহিন খান, দিলীপ ভদ্র, শহিদুল ইসলাম, শফিউল্লাহ চৌধুরী, আব্দুর রহমান, সাইফুদ্দীন, বজলুর রশীদ ফিরোজ, মশিউর রহমান, গোলাম মওলা রনি, রেজাউল করিম চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ আইয়্যুব হোসেন।

** নাগরিক সেবায় দল নির্ণয় করা হবে না: সাঈদ খোকন
** ঢাকাবাসীই সাঈদ খোকনের পিতা
** আনিসুল হকের কাছে দাবি-দাওয়া তুলে ধরলো ঢাকাবাসী

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।