ঢাকা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পরিবার পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বুধবার (০৮ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় সোনারতরী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো:ব ১৪৭০৭৪) দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ২১ জন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এলকে/এসএস