ঢাকা: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শুক্রবার (১০ এপ্রিল) প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তিন সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
এসব প্রার্থীদের শুক্রবার প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে প্রার্থীদের পছন্দকেই প্রাধান্য দেওয়া হবে। তবে একই প্রতীক যদি একাধিক প্রার্থী দাবি করেন, তবে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক দেবেন।
ডিসিসি উত্তর নির্বাচনের প্রতীক আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ও দক্ষিণে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বরাদ্দ দেওয়া হবে। এছাড়া চসিক নির্বাচনের প্রতীক মুসলিম ইনস্টিটিউটে দেওয়ার কথা রয়েছে। রিটার্নিং কর্মকর্তারা সকাল ১০টা থেকে বিকেল ৫ পর্যন্ত প্রতীক বরাদ্দ দেবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান।
এদিকে ইসি সংরক্ষিত প্রতীকের চেয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় এবার অতিরিক্ত ৩০টি প্রতীক থেকে বরাদ্দ দিতে হবে নির্বাচন কমিশনকে। কেননা, মেয়র পদে ইসির প্রতীক হচ্ছে ১২টি। কিন্তু ডিসিসি উত্তরে প্রার্থীর সংখ্যা ১৬ ও দক্ষিণে ২০ জন।
অন্যদিকে সাধারণ কাউন্সিলরদের সংখ্যাও ইসির সংরক্ষিত প্রতীকের সংখ্যার চেয়ে বেশি। যে কারণে কাউন্সিলর পদেও অতিরিক্ত প্রতীক থেকে বরাদ্দ দিতে হবে।
সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুসারে তিনটি পদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করেছে ইসি। এরমধ্যে মেয়র পদে ১২টি, সাধারণ কাউন্সিলর পদে ১২টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ১০টি প্রতীক ছিল।
ইসির সংরক্ষিত প্রতীক:
মেয়র পদের জন্য সংরক্ষিত ১২টি প্রতীক হলো- টেবিল ঘড়ি, টেলিস্কোপ, ডিশ অ্যান্টেনা, কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, দিয়াশলাই, ফ্লাস্ক, বাস, ময়ূর, হাতি ও ইলিশ মাছ।
সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের জন্য ১০টি প্রতীক হলো- পিঞ্জর, টিস্যু বক্স, বৈয়ম, কেতলি, গ্লাস, পানপাতা, মূলা, মোড়া, শিল পাটা ও স্টিল আলমারি।
সাধারণ কাউন্সিলর পদের জন্য সংরক্ষিত ১২টি প্রতীক হলো- মিষ্টি কুমড়া, এয়ারকন্ডিশনার, করাত, ঘুড়ি, টিফিন ক্যারিয়ার, কাঁটা চামচ, ট্রাক্টর, ঠেলাগাড়ি, রেডিও, ঝুড়ি, ব্যাডমিন্টন র্যাকেট ও লাটিম।
অতিরক্তি প্রতীক:
প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার ৩০ অতিরিক্ত প্রতীকের মধ্যে মেয়র পদের জন্য ১২টি প্রতীক রাখা হয়েছে। এগুলো হচ্ছে- টেবিল, মগ, লাউ, ল্যাপটপ, আংটি, ঈগল, কলমদানি, কেক, চিতাবাঘ, জাহাজ, শার্ট ও সোফা।
সংরক্ষিত কাউন্সিলর পদের ৮টি প্রতীকের মধ্যে রয়েছে- প্রেসার কুকার, ফ্রাইং প্যান, বাঁশি, ঝুমঝুমি, টিয়া পাখি, দোলনা, ভ্যানিটি ব্যাগ ও হারমোনিয়াম।
সাধারণ কাউন্সিলর পদের জন্য ১০টি প্রতীকের মধ্যে রয়েছে- ঘোড়া, ভায়োলিন, ড্রেসিং টেবিল, ক্যাপ, ক্রিসমাস ট্রি, প্রদীপ, সূর্যমুখী, স্ট্রবেরি, হেডফোন ও হেলিকপ্টার।
আগামী ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা,এপ্রিল ০৯, ২০১৫
ইইউডি/আইএ