ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বাস দুর্ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক রওশন এরশাদ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ফরিদপুরের ভাঙ্গায় বাস খাদে পড়ে যাত্রীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।



বৃহস্পতিবার (৯ এপ্রিল’২০১৫) বিকেলে দেওয়া শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, হাইওয়েতে নিরাপত্তা ব্যবস্থা, দক্ষ চালকের অভাবে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে যা মোটেও কাম্য নয়।

বিরোধীদলীয় নেতা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।     

বুধবার দিনগত রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় সোনারতরী পরিবহনের একটি বাস(ঢাকা- মেট্রো. ব ১৪৭০৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ২৫ জন মারা যান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।