খুলনা: খুলনায় ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল’২০১৫) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন হয়।
ছাত্র ইউনিয়নের বিট্রিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা কামাক্ষা সাহা রায় চৌধুরী এ সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক।
ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক মুশফিক তপুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি চৌধুরী নাজমুছ সাকিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল ও খুলনা নগর সংসদের সভাপতি প্লাবন পাল বাঁধন ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে জেলার নতুন কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা এপ্রিল ০৯, ২০১৫
টিআই/এনএস