ঢাকা: অনেক গুঞ্জন-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনের মেয়র পদে প্রার্থী হিসেবে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকেই সমর্থন দিয়েছে বিএনপির সিটি নির্বাচন পরিচালনায় গঠিত 'আদর্শ ঢাকা আন্দোলন'।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে বৈঠক করে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান 'আদর্শ ঢাকা আন্দোলন'র আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
রাত ৮টার পর 'আদর্শ ঢাকা আন্দোলন'র আরও পাঁচ প্রতিনিধিকে নিয়ে খালেদার বাসভবনে যান এমাজউদ্দীন। ওই পাঁচজন ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, আ. ফ. ম ইউসুফ হায়দার, ড. সুকোমল বড়ুয়া, সাংবাদিক মাহফুজ উল্লাহ ও আবদুল হাই শিকদার। প্রায় দু’ ঘণ্টা বৈঠক করে রাত ১০টার কয়েক মিনিট আগে বেরিয়ে আসেন তারা।
খালেদার বাসভবন থেকে বেরোনোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমাজউদ্দীন আহমদ জানান, 'আদর্শ ঢাকা আন্দোলন'র পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ২০ দলীয় জোটসমর্থিত প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের নাম প্রস্তাব করলে খালেদা জিয়া তাতে সমর্থন জানান। এর আগে, দক্ষিণ সিটি কর্পোরেশনে মির্জা আব্বাসের নাম প্রস্তাব করলে তাতে সায় দিয়েছিলেন বিএনপি প্রধান।
সে হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মির্জা আব্বাসের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তাবিথ আউয়াল মেয়র পদে প্রাথী হিসেবে বিএনপি-জামায়াত জোটের চূড়ান্ত সমর্থন পেলেন।
সিটি কর্পোরেশন নির্বাচনে খালেদা জিয়া প্রচারণা চালাবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে 'আদর্শ ঢাকা আন্দোলন'র আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ বলেন, বিএনপি প্রধান দল সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে থাকবেন।
এছাড়া, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান বিএনপিপন্থি এ শিক্ষাবিদ।
** ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ১৬, দক্ষিণে ২০
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫/আপডেট ০০০২ ঘণ্টা, এপ্রিল ১০
এমএম/এইচএ/