ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের আগামী ১৩ এপ্রিল সোমবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
ওই দিন রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন তারই স্ত্রী আফরোজা আব্বাস।
আর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালকে সমর্থন দিয়েছে। এ দুই প্রার্থীসহ বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের ১৩ এপ্রিলের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানের পর বিএনপি নেতাকর্মীরা প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমে পড়বেন।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫