ঢাকা: জাতীয় রাজনীতিতে দল-মতের পার্থক্য থাকতে পারে। ঢাকার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বংশালের এক নির্বাচনী সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাঈদ খোকন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। সকালে শ্যামপুর আওয়ামী লীগের সঙ্গে বিকেলে গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় পাটুয়াটুলি, তাঁতীবাজার ও রাতে কসাইটুলি, বাংলাদেশ মাঠ এবং সিদ্দিক বাজার এলাকায় পথসভা করেন তিনি।
এসব পথসভায় সাঈদ খোকন বলেন, ঢাকায় পূঞ্জিভূত সমস্যা। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার সমস্যার সমাধান করবো। রাজনীতিতে দল-মতের পার্থক্য থাকতে পারে। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোনো দল। কিন্তু ঢাকার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবো। দল যার যার মেয়র সবার। জাতীয় রাজনীতিতে দলের পার্থক্য থাকলেও ঢাকাবাসী এক থাকবো। নগর সেবায় দল নির্ণয় করা হবে না।
তিনি বলেন, শ্রদ্ধা-স্নেহ ভরা সংস্কৃতির ঐতিহ্যবাহী শহর ঢাকা। এই শহরের নেতৃত্ব দিয়েছেন আমার পূর্বপুরুষরা। নানা মাজেদ সরদার ঢাকার শেষ সরদার। বাবা মোহাম্মদ হানিফ প্রথম নির্বাচিত মেয়র। তিনি আজ আমাদের মাঝে নেই। বাবার অনুপস্থিতি অনুভব করি। তবে সাহসি হই, যখন দেখি আপনারা আমার পাশে আছেন। আপনারাই আমার বাবা-অভিভাবক। আমাকে স্নেহ-ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আর আপনাদের কোনো সমস্যা হলে সন্তান হিসেবে আমিই এগিয়ে আসতে পারবো।
আমাকে একটা ভোট দিলে পাঁচ বছর আপনাদের আগলে রাখবো। একটি ভোট দিলে সুন্দর ঢাকা উপহার দেব। - বলেন সাঈদ খোকন।
বাবার মতো নিজেকে ঢাকাবাসীর জন্য উৎসর্গ করারও প্রতিশ্রুতি দেন তিনি।
তার এসব নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মুন্নুজান সুফিয়ান, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সদস্য সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আফজাল হোসেন, সাগুফতা ইয়াসমিন এ্যামিলি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসইউজে/এসআই