ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দক্ষিণ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ সাঈদ খোকন। আর তিনি প্রতীক হিসেবে চেয়েছেন ইলিশ মাছ।
এদিকে, আওয়ামী লীগের সমর্থনে ডিসিসি উত্তর থেকে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক। তিনি প্রতীক হিসেবে চেয়েছেন টেবিল ঘড়ি।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য মতে, বাবার প্রতীকই চেয়েছেন খোকন। ১৯৯৪ সালে ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফও তার নির্বাচনে মাছ প্রতীক নিয়ে জয় লাভ করেছিলেন। খোকনও তার মনোনয়নপত্রে শুধুমাত্র ইলিশ প্রতীকই পছন্দের তালিকায় উল্লেখ করেছেন।
এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসসহ অন্য প্রায় সব মেয়র প্রার্থীই একাধিক প্রতীক নিজেদের পছন্দের তালিকায় উল্লেখ করেছেন।
দক্ষিণের নির্বাচনে মেয়র পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, উত্তরের নির্বাচনে মেয়র প্রার্থী ব্যবসায়িক নেতা আনিসুল হক প্রতীক হিসেবে চেয়েছেন টেবিল ঘড়ি। মনোনয়নপত্রে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে এ প্রতীকই দাবি করেছেন।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী চেয়েছেন হাতি, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী চেয়েছেন বাই সাইকেল।
আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালও টেবিল ঘড়ি প্রতীক চেয়েছেন। অন্যদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা নাদের চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দীন আহমেদ (বাবুল) ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসিচব মাহী বদরুদ্দোজা চৌধুরী চেয়েছেন ইলিশ মাছ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে। নির্বাচন বিধিমালা অনুযায়ী, একই প্রতীক একাধিক প্রার্থী চাইলে লটারি করে নির্ধারণ করবেন রিটার্নিং কর্মকর্তা।
উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৬ প্রার্থী।
নির্বাচন কমিশন মেয়র পদের জন্য ১২টি প্রতীক সংরক্ষণ করেছে। এছাড়া এবার সংরক্ষিত প্রতীকের সংখ্যার চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় অতিরিক্ত হিসেবে আরো ১২টি প্রতীক রেখেছে ইসি।
** তিন সিটির প্রার্থীরা প্রতীক পাচ্ছেন শুক্রবার
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
ইইউডি/এসআই