মাগুরা: মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে অভিযান চালিয়ে দু’টি ককটেল, তিন কেজি বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জামসহ শাহাদৎ হোসেন নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বাংলানিউজকে জানান, ককটেল তৈরির খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে বিএনপি কর্মী শাহাদতের বাড়িতে অভিযান চালায়।
এ ঘটনায় শাহাদতের বিরুদ্ধে শালিখা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআই