ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

জুম্মার পরে প্রচারণায় নামবেন তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
জুম্মার পরে প্রচারণায় নামবেন তাবিথ প্রার্থী তাবিথ আউয়াল

ঢাকা: জুম্মার নামাজের পর প্রথমবারের মতো প্রচারণা ও গণসংযোগে নামছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।



বৃহস্পতিবার  (০৯ এপ্রিল) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ঢাকা (উত্তর) সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন পান।  

তিনি বাংলানিউজকে বলেন, কারওয়ান বাজারের আম্বার মসজিদে জুম্মার নামাজ সবার সঙ্গে পড়বো এবং সেখান থেকেই শুরু করবো গণসংযোগ। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাইবো।

মিন্টুর মনোনয়ন রক্ষার সব চেষ্টা ব্যর্থ হলে তাবিথকে বেছে নেয় বিএনপি। বিকল্পধারার প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরীরর ছেলে মাহী বদরুদ্দোজা চৌধুরী এ বিষয়ে তাবিথের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনিও বিএনপির সমর্থন প্রত্যাশা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসকেএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।