ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা উত্তরে প্রতীক বরাদ্দ

আনিসুল ঘড়ি, তাবিথ পেলেন বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
আনিসুল ঘড়ি, তাবিথ পেলেন বাস আনিসুল হক ও তাবিথ আউয়াল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।



আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক, বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বাস, গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি টেলিস্কোপ প্রতীক, বিকল্পধারা বাংলাদেশ সমর্থিত প্রাথী মাহী বি চৌধুরী ঈগল প্রতীক, জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী ময়ূর প্রতীক, সিপিবি সমর্থিত প্রার্থ কাফি রতন পেয়েছেন হাতি প্রতীক।

এছাড়াও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল চড়কা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান খোকন ডিস এন্টেনা, এ ওয়াই এম কামরুল ইসলাম ক্রিকেট ব্যাট, কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ইলিশ মাছ, শেখ শহিদুজ্জামান দিয়াশলাই, শামসুল আলম চৌধুরী চিতাবাঘ, জামান ভূইয়া টেবিল, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী লাউ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস ফ্লাক্স এবং শেখ ফজলে বারি মাসুদ কমলালেবু প্রতীক পেয়েছেন।

আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫/আপডেট: ১১২৭,১১৫০ ঘণ্টা
ইইউডি/বিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।