ঢাকা: মির্জা আব্বাস খুব শিগগিরই প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন তার পক্ষে প্রতীক বরাদ্দ নিতে বাসা অ্যাডভোকেট সানা উল্লা মিয়া। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতার জন্য মগ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি সমর্থিত মির্জা আব্বাস।
শুক্রবার মহানগর নাট্য মঞ্চে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরই মধ্যে আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রচারণা শুরু করেছেন।
প্রতীক বরাদ্দের সময় মির্জা আব্বাস উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট সানা উল্লা মিয়া, সাংবাদিক মাহফুজ উল্লাহ উপস্থিত ছিলেন।
প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সানা উল্লা মিয়া বলেন, খুব শিগগিরই মির্জা আব্বাস প্রচারণায় নামবেন এবং মগ মার্কা প্রতীকে ঢাকাবাসীর কাছে ভোট চাইবেন।
কবে থেকে নামবেন এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, দিনক্ষণ এখনো বলা সম্ভব না, তবে খুব শিগগিরই আপনারা তাকে প্রচারণায় দেখবে পাবেন।
তিনি বলেন, মির্জা আব্বাসের প্রধান পছন্দ ছিল হাতি। তবে বেশি প্রার্থী থাকায় আমরা মগ বেচে নিয়েছি। এই গরমে ঢাকাবাসী মগে পানি খেয়ে আব্বাসকে ভোট দিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএইচ